Rabindranath Tagore - Bhalobese sokhi
Autoscroll
1 Column
Text size
Transpose 0
Strumming
Tuning: E A D G B E
[Intro]
C Dm Am
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
Dm Em Am
আমার নামটি লিখো-তোমার
Am C
মনের মন্দিরে ।
C G C F
আমার পরানে যে গান বাজিছে
C G Em Am
তাহার তালটি শিখো-তোমার
Am C
চরণ-মঞ্জীরে ।।
[Verse]
G C Am
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
C Ab C
আমার মুখর পাখি – তোমার
C Ab C
প্রাসাদ প্রাঙ্গ-ণে ।
C Am Em Am
মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো
C Ab C
আমার হাতের রাখী – তোমার
Am C
কনক-কঙ্কণে ।।
[Chorus]
C Am Dm Am
আমার লতার একটি মুকুল
Dm Em Am
ভুলিয়া তুলিয়া রেখো – তোমার
Am C
অলক বন্ধনে ।
C G C F
আমার স্মরণ-শুভ-সিন্দুরে
C G Em Am
একটি বিন্দু এঁকো-তোমার
Am C
ললাট চন্দনে ।
[Outro]
G C Am
আমার মনের মোহের মাধুরী
C Ab C
মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার
C Ab C
অঙ্গ-সৌর-ভে ।
C Am Em Am
আমার আকুল জীবন-মরণ
C Ab C
টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার
Am C
অতুল গৌরবে ।।